রাজস্থলীতে মারমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ,আজগর আলী খান,রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কনকনে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য অসহায় হত দরিদ্র পাহাড়ী বাঙ্গালী প্রায় ৬২ অসহায় শীতার্ত পরিবারের মাঝে মারমা ওয়েলফেয়ার এর উদ্যাগে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন কম্বল বিতরন করা হয়।
এসময় ক্রংসাগই পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান অংনুচিং মারমা।
প্রধান অতিথি বলেন, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্র কমিটির আহবায়ক ভদন্ত গুনবংশ থের এর নির্দেশনায় অসহায় হত দরিদ্র পাহাড়ী বাঙ্গালীর মাঝে এ শীতবস্ত্র বিতরন করে সমাজে রাষ্ট্রে অসাধারন ভুমিকা রেখেছেন, ভবিষৎ সকলে মঙ্গলের জন্য এ সংগঠনটি আরো কাজ চালিয়ে যাবে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন রাঙ্গামাটি জেলা পরিষদ হতে সার্বক্ষনিক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কম্বল পেয়ে আছিয়া বেগম বলেন,, আমাদের সকল কে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে শীতবস্ত্র দিয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি তাদের প্রান ভরে দোয়া করি। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক অংশেপ্রু মারমা, সদস্য সচিব উষাচিং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।।