মানিকছড়িতে ডিবির হাতে ইয়াবাসহ আটক ১
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ রাজীব পাল (২২) নামে একজনকে আটক করেছে খাগড়াছড়ি ডিবি পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারী) রাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল এলাকার পাঁকা রাস্তার উপর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ১নং মানিকছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মৃতঃ দীলিপ পালের ছেলে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, ডিবি পুলিশ খাগড়াছড়ি ইউনিটের এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গচ্ছাবিল এলাকার পাঁকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তাকে মানিকছড়ি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।