[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

শিক্ষক-শিক্ষার্থীদের ভালবাসায় আলফেসানী স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারীর বিদায়

১৩১

॥শাহ আলম ॥
রাঙ্গামাটি জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী কে বয়সজনিত চাকুরী হতে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও ম্যানেজমেন্ট কমিটি পক্ষ থেকে বিদ্যালয়ের মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ‘যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’ শীর্ষক আলোচনা সভায় বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক শিক্ষক, প্রাক্তণ ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। বিদায়ী অধ্যক্ষ অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। বিদ্যালয়কে কলেজে রুপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে তার অবদান চির স্মরণীয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের চোখেও পানি চলে আসে। তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনসহ প্রতিষ্ঠানের উন্নয়নে আমৃত্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকে সম্মাননা প্রদান, হাতে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


জানা গেছে, বিদায়ী শিক্ষিক অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী ১৯৮৫ হতে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ২০০০ হতে ২০২০সাল পর্যন্ত প্রধান শিক্ষক পদবিতে এই স্কুল থেকে তার কর্মজীবন শুরু ও শেষ করেন এবং আজ ৩০ ডিসেম্বর ২০২০ এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন। কর্মময় জীবনে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আগামিকাল থেকে প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন অত্র প্রতিষ্ঠানের বর্তমান সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।