[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে কে.এস প্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান ভষ্মিভুত

৬৬

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবান জেলা শহরে চৌধুরী মার্কেট সম্মুখীন কেএস প্রু মার্কেট ভয়াবহ অগ্নিকান্ড ঘটনায় ১৩টি দোকান ভষ্মিভুত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানিয়েছে।

সুত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে সাত টার দিকে একটি ইলেক্ট্রিক দোকান হতে আগুনের সুত্রপাত হয়। তা]ক্ষনিক আগন চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্তিত হয়ে ৩ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়।

এই দিকে ভয়াবহ এ অগ্নিকান্ডে মোট ১৩ টি দোকান পুড়ে যায়। মুদি দোকান ২টি, লাইব্রেরী ১টি, সেলুন ২ টি, ইলেক্ট্রিক ৩ টি, ফার্মেসি ১টি, কাপর দোকান ৩টি, মোবাইল দোকান ১টি। আনুমানিক প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এই দিকে ৪ নং ওয়ার্ডের দোকান সমিতি সদস্য দীলিপ কুমার জানান, এটি ইলেক্ট্রিক দোকানে হতে আগুন সুত্রপাত হয়েছে। কেউ হতাহত না হলেও ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বান্দরবান জেলা ফায়ার সার্ভিস উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা যথাযথ ভাবে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তবে সম্ভবত ইলেক্ট্রিক দোকান হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ৪ থেকে ৫ কোটি টাকা মালামাল পুড়েগেছে বলে ধারনা করা হচ্ছে। এই দিকে আগ্নিকান্ডে পরিদর্শন করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।