খাগড়াছড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলাতে আগামী কাল বৃহস্পতিবার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
খাগড়াছড়ি জেলা আঞ্চলিক পাসর্পোট অফিস থেকে খাগড়াছড়ি সহ ৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি আঞ্চলিক পাসর্পোট অফিস থেকে ৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
জেলা প্রশাসন সুত্রে জানা যায় ৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,জেলা কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে জেলার আইন-শূঙ্খলা কমিটির সাথে বিশেষ সভায় যোগদান করবেন।
অনুষ্ঠানে জেলার সামরিক-বেসামরিক কর্মকর্তা জনপ্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।