দীঘিনালায় বঙ্গবন্ধু স্কয়ারে দূর্বৃত্তদের হামলা
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজার সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ারে দূর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু ছবি বিকৃতি ও ব্লেট দিয়ে কাটা-ছেঁড়া করে দূর্বৃত্তরা বলে অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের।
এ বিষয়ে বিকাল ৪ ঘটিকায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ১ নং মেরুং ইউনিয়ন (দঃ) আওয়ামীলীগ। দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফরাজি বলেন, স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে হাত দিয়ে বাঙালি জাতির ইতিহাসকে কলংকিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া বলেন, এ ন্যাক্কারজনক ও ঘৃনিত কাজের জন্য আমাদের পক্ষ হতে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।