[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে

মানিকছড়িতে ১০ দিনব্যাপী শীতকালীন ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন’র উদ্বোধন

৭২

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

মানিকছড়ি ফুটবল একাডেমি’র উদ্যোগে দশ দিনব্যাপি শীতকালীন ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র (বাফুফে) সর্বকনিষ্ট ফুটবল প্রশিক্ষক মোঃ ইমরান হাসান ইমন কর্তৃক উক্ত ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পেইনে ৬৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষনার্থী যোগ দিয়েছে।

রবিবার (২০ডিসেম্বর) বিকাল আড়াইটায় মানিকছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্টানে অতিথি ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, একতা যুব সংঘের সাবেক সভাপতি মোঃ নাছির উদ্দীন, ছূদুরখীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী চৌধুরী, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ফুটবল একোডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রশিক্ষক মোঃ ইমরান হাসান ইমন, বাফুফে’র রেফারী ও একাডেমির অন্যতম সহযোগি মোঃ রেজাউল খান সোহেল, মোঃ ইমরান হোসেন প্রমূখ।

স্বাগত বক্তব্যে প্রশিক্ষক মোঃ ইমরান হাসান ইমন জানান, বাফুফে ফুটবল প্রশিক্ষক প্রশিক্ষণ শেষে দেশের প্রত্যন্ত জনপদ প্রিয় জন্ম স্থানে মানিকছড়ি উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় জাগ্রত হয়। ফলে নিজ উদ্যোগে এবং উপজেলার কয়েকজন ক্রীড়ামোদীদের অনুপ্রেরণায় ৬-১৮ বছর বয়সী শিশু-কিশোরদের (ছেলে-মেয়ে) নিয়ে ১০ দিনব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করি। আমি চাই দেশের তৃণমূল থেকে ছেলেদের পাশাপাশি প্রমিলা ফুটবলাররা প্রশিক্ষিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ ফুটবলের পরিচয় তুলে ধরুক।

পরে উদ্বোধক আবদুল মান্নান বলেন, দেশের সর্বকনিষ্ট ফুটবল প্রশিক্ষক যে দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পেইন শুরু করেছে সত্যি তা প্রসংশনীয়। একজন প্রশিক্ষকের পক্ষে ৬৫জন ছেলে-মেয়েকে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া কঠিন ও ব্যয় সাপেক্ষ ব্যাপার। যা ইতিপূর্বে আমরা কেউ সাহস করিনি। আশা করি প্রশাসন ও জনপ্রতিনিধি’রা মানিকছড়ি উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে একাডেমির এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।