[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে লামা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামাপৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শেষ দিনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা

মোহাম্মদ রেজাউল করিম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, বিএনপি-সমর্থিত প্রার্থী মোঃ শাহীন, জাতীয়পার্টি প্রার্থী এটিএম শহীদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও মোট ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন। এর মধ্যে এক নম্বর ওয়ার্ডে ৩ জন, দুই নম্বর ওয়ার্ডে ১ জন, তিন নম্বর ওয়ার্ডে ৩ জন, চার নম্বর ওয়ার্ডে ১ জন, পাঁচ নম্বর ওয়ার্ডে ৪ জন, ছয় নম্বর ওয়ার্ডে ৩ জন, সাত নম্বর ওয়ার্ডে ২ জন, আট নম্বর ওয়ার্ডে ৫ জন এবং নয় নম্বর ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে এক নম্বর ওয়ার্ডে ৩ জন, দুই নম্বর ওয়ার্ডে ২ জন ও তিন নম্বর ওয়ার্ডে ৪ জন রয়েছেন।

এদিকে ২নং ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় মোহাম্মদ হোসেন বাদশা ও ৪নং ওয়ার্ডে একক প্রার্থী হিসাবে মোঃ রফিক বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে। লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৬২৩ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৯৮৭ জন। এই পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।