মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥
বর্তমানে শীতের প্রকোপ বেড়ে চলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং ভৌগলিক ও প্রাকৃতিক কারণে পার্বত্য অঞ্চলে তুলনামূলক ভাবে শীতের প্রভাব বেশি। তাই শীতে দরিদ্র পরিবার-পরিজন নিয়ে মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। নির্ঘুম রাত কাটাচ্ছে অভাবী মানুষ। এমতাবস্থায় গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনাবাহিনী ‘সম্প্রীতির উষ্ণতা’ ছড়িয়ে দিতে ইপিলিয়ন গ্রুপের সহায়তায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, পিএসসি,জি। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ,পিএসসি,জি, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবুল কালাম আজাদ, ইপিলিয়ন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।