মহালছড়িতে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
॥ মিল্টন চাকমা ,মহালছড়ি ॥
খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ এর নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও মহালছড়ি উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।