[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জুম ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত

৯৭

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকলে বেসরকারি সংস্থা জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা উদযাপন উপলক্ষে শিক্ষার্থী তথা বরকল উপজেলায় জনসাধারণের পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে জনসচেতনতামূলক লোকসঙ্গীত,নাটিকা পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুষ্টি মেলায় প্রদর্শনীতে বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,মরা উজ্জ্যাংছড়ি, লুদিবাজছড়া এবং ভূদোছড়া এএসপি,বাগছড়ি পাড়া নারী উদ্যোক্তা কেন্দ্র ও বাগছড়ি কিশোর-কিশোরী দল সহ মোট ৫ টি দল অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে”পুষ্টি মেলা” অনুষ্ঠিত হয়েছে।

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুপম চাকমা।বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লক্ষীরাজ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।

 

প্রধান অতিথি বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টির বিকল্প নেই। আর এ পুষ্টি শাক-সবজি, ফলমূল থেকে পাওয়া যায়।গুণগতমান সম্পন্ন পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, পুষ্টি বিষয়ক প্রোগ্রামগুলো শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়েও আলোচনা করা উচিত বলে মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।

সভাপতি বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন,বরকলের মানুষ আগে, শুধুমাত্র জানত মাছ মাংস, দুধ এবং ডিমে পুষ্টি পাওয়া যায়।কিন্তু লীন প্রকল্পের আওতায় জুম ফাউন্ডেশনের মহতী উদ্যোগে আয়োজিত প্রোগ্রামের মাধ্যমে শাক-সবজি, ফলমূলেও যে পুষ্টি পাওয়া যায় সে সম্পর্কে বরকলের সাধারণ মানুষ কিছুটা হলেও ধারণা লাভ করতে সক্ষম হয়েছে।তিনি বলেন, পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে পারলে পুষ্টিহীনতার ঘাটতি কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

এসময় বরকল উপজেলার জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুয়েল চাকমা ও তাপস চাকমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইন্দু বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা,সহকারি শিক্ষক লালন বিকাশ চাকমা,সহকারী শিক্ষিকা বাসরিকা দেওয়ান সহ বরকলে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে পুষ্টি মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।