[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

হাম-রুবেলা ক্যাম্পেইনে যাননি কাপ্তাইয়ের আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা

৫৯

 

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমন্বয়ে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডশন ও টেকনিক্যাল পদ মার্যাদার দাবিতে কর্মবিরতি পালন করেছেন,কাপ্তাই উপজেলার স্বাস্থ্যকর্মীরা। এ আন্দোলনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের নির্দেশ মোতাবেক ১৩তম দিনেও হাম-রুবেলা ক্যাম্পেইনে যাননি আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা।

এদিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দূর্গম এলাকায় নিয়মিত ইপিআই শিশু ও মা টিকা না পেয়ে কেন্দ্র হতে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

টিকা নিতে আশা ছালমা বেগম বলেন, তার শিশুকে টিকা দিতে না পারায় হতাশা ভুগছেন । আদো টিকা দিতে পারব কিনা সেই হতাশায় ভুগছেন তিনি।

কাপ্তাই উপজেলা বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন কমিটি সভাপতি অমলেন্দু চাকমা,সম্পাদক সনজিত কুমার তঞ্চঙ্গ্যা ও দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক বিজন দেওয়ান উষাথুই মারমা বলেন,তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা কর্মস্থলে ফিরে যাবেন না। যত দিন কেন্দ্রিয় ভাবে ভালো কোন নির্দেশ না আসবে ততদিন কর্মবিরতী চলবে বলে তারা জানান।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য না গেলে সরকারি নিয়ম অনুযায়ী চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর হতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি চলছে।