[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

সন্ধ্যা নামলেই অটোভাবে জ¦লে উঠে সড়কবাতি

সৌরবিদ্যুতের সড়ক বাতির আলোয় আলোকিত দীঘিনালা শহর

৪৫

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুতের সড়ক বাতি স্থাপন করা হয়ছে। এইসব সড়কবাতির আলোয় আলোকিত ঐসব স্থানগুলো। সন্ধ্যা নামলেই এইসব অটোভাবে জ্বলে ওঠে । যেসব স্থান দিয়ে এক সময় পথচারীরা চলাফেরা করতে ভয় পেত,এখন পথচারীরা র্নিভয়ে চলাফেরা করতে পারছে। উপজেলার বাজারে, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, রাস্তার গুরুত্বপূর্ন মোড়ে সোলার প্যানেলের এসব সড়কবাতি স্থাপন করে উপজেলা প্রশাসন।

অটোরিক্সা চালক মোঃ আব্দুল আলিম বলেন, আগে রাস্তায় গাড়ি চালতে ভয় লাগত। এখন রাস্তার মোড়ে মোড়ে সোলার প্যানেলের সড়ক বাতি স্থাপন করায় আর ভয় লাগে না।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজে শেষ নেই। উপজেলা গুরুত্বপূর্ন স্থানে অটোমেটিক সোলার সিস্টেম স্থাপন করায় অনেক অপরাধমূলক কর্মকান্ড কমেছে। বিদ্যুৎ না থাকলেও রাস্তা দিয়ে মানুষ অবাদে চলাফেরা করতে পারছে। এবং এতে সৌন্দর্যও বৃদ্ধি হয়েছে।

বোয়ালখালী সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ বলেন, রাস্তায় রাস্তায় সোলার লাইট দেয়া অনেক অপরাধ কমেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দীঘিনালা গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। যাতে করে অপরাধ প্রবনতা কমবে।