[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

সন্ধ্যা নামলেই অটোভাবে জ¦লে উঠে সড়কবাতি

সৌরবিদ্যুতের সড়ক বাতির আলোয় আলোকিত দীঘিনালা শহর

৪৪

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুতের সড়ক বাতি স্থাপন করা হয়ছে। এইসব সড়কবাতির আলোয় আলোকিত ঐসব স্থানগুলো। সন্ধ্যা নামলেই এইসব অটোভাবে জ্বলে ওঠে । যেসব স্থান দিয়ে এক সময় পথচারীরা চলাফেরা করতে ভয় পেত,এখন পথচারীরা র্নিভয়ে চলাফেরা করতে পারছে। উপজেলার বাজারে, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, রাস্তার গুরুত্বপূর্ন মোড়ে সোলার প্যানেলের এসব সড়কবাতি স্থাপন করে উপজেলা প্রশাসন।

অটোরিক্সা চালক মোঃ আব্দুল আলিম বলেন, আগে রাস্তায় গাড়ি চালতে ভয় লাগত। এখন রাস্তার মোড়ে মোড়ে সোলার প্যানেলের সড়ক বাতি স্থাপন করায় আর ভয় লাগে না।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজে শেষ নেই। উপজেলা গুরুত্বপূর্ন স্থানে অটোমেটিক সোলার সিস্টেম স্থাপন করায় অনেক অপরাধমূলক কর্মকান্ড কমেছে। বিদ্যুৎ না থাকলেও রাস্তা দিয়ে মানুষ অবাদে চলাফেরা করতে পারছে। এবং এতে সৌন্দর্যও বৃদ্ধি হয়েছে।

বোয়ালখালী সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ বলেন, রাস্তায় রাস্তায় সোলার লাইট দেয়া অনেক অপরাধ কমেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দীঘিনালা গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। যাতে করে অপরাধ প্রবনতা কমবে।