[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রুমায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

১৩৫

॥ মংহাইথুই মারমা,রুমা ॥

বান্দরবানে রুমা উপজেলার সদর ইউনিয়নের পূর্ণবাসন পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে স্থানীয় যুব সমাজ।

শনিবার (৬ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্তদের হাতে এ নগদ অর্থ তুলে দেন। ক্ষতিগ্রস্ত ক্যসিংমং মার্মা বলেন, আমার সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব পুরে শেষ,এখন স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করা ছাড়া উপায় নাই। সরকারী ভাবে কোন সাহায্য সহযোগিতা পাইনি এখনো। তাই আজকে আমাদের প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রুমা শাখায় অংচোওয়াং ও তার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে রুমা এলাকার আর্থিক সহযোগিতায় যারা সাহায্য করলেন আমরা খুবই খুশি।

অগ্নিকান্ডে ভূক্তভোগি জানান,২৯ নভেম্বর রোববার সকালে বাড়ির বড়জন কাজে যাওয়াতে ছোট মেয়ে রান্না শেষে চুলো পানি দিয়ে বাড়ির বাইরে যাওয়াতে বাড়ি চুলা থেকে অগ্নিকান্ডের পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। যা ২০০হাড়ি ধান,সোলার ২টি, হাড়ি-পাতিল,কম্বল,পরিধান জামা-কাপড় সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শুধু গায়ে পরিধান কাপড় ছাড়া কিছুই আর মেলেনি।

স্থানীয় যুব সমাজ জানান, রুমা বাজার ব্যবসায়ী দোকানদার, থানা পাড়াবাসী ও বাড়ি বাড়ি গিয়ে অর্থ উত্তোলনে মধ্যদিয়ে অগ্নিকান্ডে ভূক্তভোগি ক্যসিংমং মার্মা পরিবারের হাতে নগদ চৌদ্দ হাজার আটশত টাকা অর্থ পৌছে দিতে পেরেছি।