বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ-সমাবেশ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ায় নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৬ ডিসেম্বর) সকালে এই প্রতিবাদে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বাঙালির জনগণের হ্রদয়ে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালী জাতিকে দমিয়ে রাখা যাবেনা। ৭১ এর পরাজিত শক্তি আজ মাঁথা ছাড়া দিয়ে উঠছে, তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলন, সাবেক সহ সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন, কাপ্তাই মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগ ( সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন প্রমুখ।