চেয়ারম্যান কংজরী চৌধুরী’র মাতার প্রয়াণে বিভিন্ন মহলের শোক প্রকাশ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মাতার প্রয়াাণে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মমতাময়ী মাতা শ্রীমতী মাসু চৌধুরীর প্রয়াণে পরিষদ পরিবারের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
তাঁর পবিত্র আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম ত্রিপুরা এনডিসি বিপিএম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র সাবেক চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পাজেপ সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা, কল্যানমিত্র বড়ুয়া, সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, পাজেপ সদস্য মংক্যচিং চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, সম্পাদক ও পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটি ভাইস-চেয়ারম্যান এড. জসিম উদ্দিন মজুমদার, সাপ্তাহিক পাহাড়ের সময়’র সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সম্পাদক কানন আর্চায্য, পার্বত্য প্রেস ক্লাবে সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, সম্পাদক ও দৈনিক সবুজ পাতার দেশ’র সম্পাদক জুলহাস উদ্দিন, সাপ্তাহিক আলোকিত পাহাড়’র সম্পাদক মোঃ সাজু ও আলোকিত পাহাড় পরিবার, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সাধারন সম্পাদক বিভিসুদ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান এসোশিয়েশনের খাগড়াছড়ি সাধারন সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম ইউমেন্স রিসোর্স নেটওয়াকে’র নারী নেত্রী নমিতা চাকমা, কার্বারী এসোশিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নিয়ং মারমা।
এ দিকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ, পরিষদ সদস্য, প্রধান মূখ্য নির্বাহী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ কংজরী চৌধুরীর মাতার প্রয়াণে শোক জানিয়েছেন। প্রেরিত এক বার্তায় শ্রীমতী মাসু চৌধুরীর প্রয়াণে তার আত্মার সৎগতি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য তিনি রবিবার (৬ডিসেম্বর) সকাল ০৮:০৪ মিনিটে নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার গুইমারায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৮৮বছর। বিকেলে গুইমারা মারমা মহাশ্বশানে দাহক্রিয়া সপন্ন করা হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।