নানিয়ারচরে সেনাবাহিনীর গুলিতে অস্ত্রধারী যুবক নিহত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জেলার নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় সেনাবাহিনীর গুলিতে অস্ত্রধারী এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) দুপুরে এ ঘটনা গটে বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।
ঘটনার বিবরনে জানা গেছে, নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহনীর একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় টহল দেওয়ার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে সাজেক চাকমা (৩০) নামের এক যুবক নিহত হয়। এসময় বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়।
থানা সুত্র জানিয়েছে, ঘটনার পর পুলিশের একটি দল সেখানে তল্লাসী চালিয়ে টুটু রাইফেল ১টি, রিভলভার ১টি, ম্যাগজিন ২টি, ৬ রাউন্ড তাজা গুলি, ৩টি মোবাইল ও নগদ প্রায় সাড়ে আটার হাজার টাকা উদ্ধার করা হয়। নিহত যুবকের পিতার নাম কুতুব চাকমা বলে জানান।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ঐ যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। সে আঞ্চলিক দল প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ এর সক্রিয় কর্মী বলে ওসি জানান।