[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’র ৭ম ব্যবস্থাপনা নির্বাচন

সভাপতির পদ প্রত্যাশী তরুণ প্রার্থী মিজানের নির্বাচনী ইসতেহার ঘোষণা

২৩৪

॥ শাহ আলম ॥

রাঙ্গামাটি শহরে জমে উঠেছে ‘‘রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’ এর নির্বাচনী প্রচারণা। প্রতীক পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন পদ-প্রার্থীরা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তাঁরা। আগামী ৩ ডিসেম্বর ২০ইং তারিখে এ সমিতির ৭ম ব্যবস্থপনা বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে রাঙ্গামাটি শহর ব্যানার, পোস্টার আর ফেষ্টুনে যেন ছেয়ে গেছে।

যেসব পদে নিয়ে ৭ম বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হবে তা হলো:

১) সভাপতি, ২) সহ-সভাপতি, ৩) সাধারণ সম্পাদক, ৪) যুগ্ন-সম্পাদক, ৫) সাংগঠনিক সম্পাদক, ৬) কোষাধ্যক্ষ, ৭) দপ্তর সম্পাদক, ৮) প্রচার সম্পাদক, ৯) ক্রীড়া সম্পাদক, ১০) কার্যনির্বাহী সদস্য।

রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৭ম ব্যবস্থাপনা নির্বাচনে সভাপতির পদে তরুণ প্রার্থী হিসেবে রাঙ্গামাটি জেলা যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ মিজান তরুণ পদ-প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীতা হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম শামীম। তিনি চেয়ার প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে তরুণ পদ-প্রার্থী মোঃ মিজান ইতেমধ্যে ভোট চেয়ে মাঠে চষে বেড়াচ্ছেন। রবিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী তিনি ভোটারদের ধারে ধারে গিয়েছেন, রাঙ্গামাটি শহরের বনরুপা হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠাঁলতলী হয়ে শান্তি নগর, ফিশারীঘাটসহ বিভিন্ন সড়কে পথসভা করেছেন। এতে দলমত নির্বিশেষে সমিতির অধিকাংশ সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ নানা শ্রণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় তিনি পথসভায় দিচ্ছেন সমিতির উন্নয়নের প্রতিশ্রুতি। ইতিমধ্যে তিনি তার নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন।

মিজানের নির্বাচনী ইসতেহার:

১) বর্তমানে সমিতির অর্জিত সম্পদ সুরক্ষাসহ সমিতির অন্যান্য ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ পূর্বক সমিতির আয় বৃদ্ধি নিশ্চিত করা। ২) সমিতিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে সকল প্রকার চেষ্টা করা। ৩) সংগঠনের বিধি ও গঠনতন্ত্রের আইন অনুযায়ী সর্বোচ্চ মৃত্যু ফান্ড বাস্তবায়ন করা, অর্থাৎ বর্তমান মৃত্যু ফান্ড থেকে দ্বিগুন করার চেষ্টা করা। ৪) আপনাদের সাথে নিয়ে সংগঠনের ১টি স্বচ্ছ, দুর্নীতি মুক্ত ও জবাবীহিতা মুলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার চেষ্ঠা করা। ৫) প্রয়োজন সাপেক্ষে সমিতির সদস্য ভাইদের ব্যবসায় ঋণ সুবিধার ব্যবস্থা করা। ৬) সকল সদস্য ভাইদের স্মার্ট পরিচয়পত্র প্রদান নিশ্চিত করা। ৭) প্রয়োজন সাপেক্ষে সাধারণ সভার অনুমতি নিয়ে আর্থিক অস্বচ্ছল সদস্য ভাইদের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে- মেয়েদের জন্য শিক্ষাভাতা/ এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করা। ৮) সমিতির সকল সদস্য ভাইদের গচ্ছিত আমানত ১০০% সুরক্ষা করার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা।

এক প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদক কে জানান, সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ০৩ ডিসেম্বর -২০২০ ইং ৭ম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছি। সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে সমিতির উন্নয়ন কল্পে সমিতির নির্বাহী কোন দায়িত্ব না থাকা সত্ত্বেও সংগঠনের সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে আসছি। সমিতিতে তার অবদান রয়েছে বলে জানিয়ে তিনি উদাহারণ স্বরুপ বলেন, সমিতির ১ম তলা ভবন নির্মাণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সরণাপন্ন হয়ে ভবনটি নির্মাণের প্রয়োজনীয় ভূমিকাসহ পৌরসভার মেয়র মহোদয়ের নিকটও তদবির করে সমিতির ৪র্থ তলা নির্মাণের ব্যবস্থা করেছি এবং করোনাকালীন সময়ে সমিতির অধিকাংশ সদস্য ভাইদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করেছি। যাহা ইতিমধ্যে আমার ভূমিকার কথা সকল সদস্য অবগত হয়েছেন । বর্তমানেও নিঃস্বার্থভাবে সমিতির সার্বিক উন্নয়নের স্বার্থে ও আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার কল্যাণ এর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সমিতির সকল সদস্য ভাইদের সর্বোচ্চ ব্যবসায়ী সুবিধা নিশ্চিত করাসহ সংগঠনকে শক্তিশালী করণের জন্য আমার শ্রম, আমার মেধা, আমার যোগ্যতা দ্বারা আপনাদেরকে সাথে নিয়ে সমিতির সকল প্রকার উন্নতির জন্য এবং সমিতির অগ্রগতির জন্য আমার চিন্তা চেতনার কর্মপরিকল্পনা রয়েছে। পরিশেষে তিনি সমিতির উন্নতি সাধনে সুেেযাগ করে দেওয়ার জন্য অর্থাৎ সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য আকুল আবেদন জানান। তিনি সততার সাথে সংগঠনের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমিতির বিভিন্ন সূত্র জানায়, ১০টি পদ নিয়ে ১২সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। চলতি মাসের নভেম্বরে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ‘‘রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’ এর নির্বাচনে ১০টি পদের বিপরীতে ২৫জন মনোনয়নপত্র নিয়েছেন। কিন্তু ২টি পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন নির্বাচনে ০৮টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করবেন। প্রত্যাহারকৃতরা পদ হলো- প্রচার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য এবং দপ্তর সম্পাদক। এদের মধ্যে প্রচার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ১ জন করে প্রত্যাহার করায় তারা বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচনে জয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে আরো দুজন থাকায় প্রতিদ্বনিদ্বতা হবে। সমিতির সদস্য সংখ্যা সর্বমোট ৬৭৪জন। তারা সকলেই ভোটার বলে জানান।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। অনলাইন-অফলাইনে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন ব্যবসায়ী নেতা-কর্মীদের নানা উন্নয়ন ও সমিতির সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি। নির্বাচনে প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আমাবাদী। নির্বাচনে কারা কারা বিজয়ী হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর ২০ইং পর্যন্ত । জানা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সমিতির প্রত্যেক পদ-প্রার্থীকে বিজয়ী হতে হবে।

উল্লেখ্য: রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যমে রাঙ্গামাটি জেলার হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমিক আসবাবপত্র শিল্পের সঙ্গে জড়িত। তবে অধিকাংশ সদস্যই অভিযোগ করেছেন যারা এ ব্যবসার সাথে জড়িত নয় তাদেরকেও সদস্য করার চরম ক্ষোভ রয়েছে পূর্বের কমিটির উপর।