[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাড়াবাসীদের বিভিন্ন ধরনের মামলা হামলার ভয়

আলীকদমে মাতামহুরী রির্জাভ অঞ্চলে পাথর ও বালু উত্তোলন চলছেই

৮৩

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী রির্জাভ অঞ্চল অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচর করে দিচ্ছে পাচারকারী একটি ক্ষমতাশীল প্রভাবশালী চক্র ৷ এ প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় কেটে আর ঝিড়ির মাটি খুঁড়ে এসব পাথর উত্তোলন করছে। পরিবেশের চরম ক্ষতির পাশাপাশি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পাথর পাচারকারী চক্র।

বিগত বছর থেকে মাতামহুরী রির্জাভ এলাকায় আলীকদম উপজেলা প্রশাসন অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে অভিযান অব্যাহত রাখলেও বর্তমানে তা বন্ধ থাকায় পাথর পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে প্রকাশ্যে দিবা লোকে পাথর উত্তোলন করে পাচার করে দিচ্ছে। মাতামহুরী রির্জাভ অঞ্চলের ইয়াংরিং ম্রো পাড়া ৮ নং ওয়ার্ড ও কোক্ষাই মুখ ৬ নং ওয়ার্ড এলাকায় এস্কেবেটর গাড়ী দিয়ে ঝিরি থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, তারা এলাকাবাসীদের বাধা উপেক্ষা করে পাথর ও বালু উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে গিয়ে দেখা যায় আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৬,৭,৮ নং ওয়ার্ডের লেলং পাড়া, বেওলা পাড়া,গর্জন পাড়া, কাপুই পাড়া,দুঃখাই পাড়া, নেপীইউ ম্রো পাড়াসহ মাতামুহুরী রির্জাভ অঞ্চলের পাইনির ছাড়া, কচুর ছড়া, বড় বুচি খাল, বড় বেতি, ছোট বেতি এলাকার বিভিন্ন ঝিরির শাখা প্রশাখা থেকে পাথর উত্তোলনের জন্য পারিমিত না থাকা শর্তেও তারা পাথর তুলছেন। উক্ত পারমিটের অনুবলে পাথর গুলো পরিবহনের কোন অনুমোদন নেই এবং পারমিটের কোন পাথর উল্লেখিত স্থান থেকে পরিবহন করা সম্পূর্ণ অবৈধ, সেহেতু আলীকদম উপজেলার যে কোন স্থান থেকে পাথর উত্তোলন ও বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ।

 

আলীকদম উপজেলা থেকে পাথর উত্তোলন সম্পূর্ণ অবৈধ বলে জানালেও বর্তমানে আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভের ভূজিখাল,ছোট বেতি,বড় বেতি, পানির ছড়া ঝিরি, কচুর ছড়া থেকে পাথর উত্তোলন করছে এ পাথর উত্তোলনকারী স্হানীয় প্রভাবশালী নেতা ও কিছু ব্যবসায়ীরা। তারা এইসব স্থানে ঝিরির পাশে স্তুপে স্তুপে জড়ো করে রেখেছে পাথর৷ এ সব পাথর গুলো ছোট-বড় ট্রাক যোগে পাচার করে দিচ্ছে পাথর খেকোরা এর কারণে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনি বড় ধরণের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

তথ্য অনুসন্ধানে গিয়ে জানা যায়, আলীকদম উপজেলা মাতামুহুরী রির্জাভ অঞ্চলে স্হানীয় বাসিন্দার পাইনং ম্রো, রেংরুই ম্রো, অংহ্লাং ম্রো, মাংলাং ম্রো জানান- বিগত ১ বছর ধরে মাতামুহুরী রির্জাভ অঞ্চল থেকে পাথর উত্তোলন করে চলছে উপজেলা সদরের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী সহ অনেকে জড়িত আছেন।পাথর উত্তোলনের কারণে আমাদের নানা ধরণের সমস্যা হলে বলে জানান ম্রো, ত্রিপুরা ও মার্মা সম্প্রদয়ের লোকজনেরা।পাথর উত্তোলনে বাধা দিলে তারা বাধা শুনে না এবং উল্টা আমাদের কে অপমান জনক কথা বলেন বিভিন্ন ধরণের হুমকি দিয়ে বলেন বেশি বাড়াবাড়ী করলে মামলা দিবো ও মারধর কবরো।আলীকদম উপজেলা ৪ নং কুরুকপাতা ইউনিয়নের স্হানীয় ব্যাক্তিদের প্রাণের দাবী প্রশাসন অভিযান চালালেই পাথর, পাথর ভাঙ্গার মেশিন ও বালু উত্তোলনের গাড়ী গুলো জব্দ করা সম্ভব হবে এবং পাথর উত্তোলন দ্রুত সময়ে বন্ধ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন বিশিষ্ট জনেরা।
এদিকে ৪ নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, আলীকদম উপজেলার কিছু প্রভাবশালী ব্যাক্তিরা ক্ষমতার অপব্যবহার করে আমার এলাকায় অবৈধ ভাবে প্রবেশ করে বিভিন্ন ঝিরি থেকে পাথর ও বালু তুলছে। আমাকে ৬,৭, ৮ নং ওয়ার্ডের স্হানীয়রা বলেছেন যারা পারমিত না থাকা শর্তেও অবৈধ ভাবে পাথর তুলছে তাদের কে পাথর না তুলতে বাধা দিয়ে কিন্তু বাধা মানছেন না, পাথর ও বালু উত্তোলনকারীরা পাড়াবাসীদের বিভিন্ন ধরনের মামলা হামলার ভয় ভীতি দেখিয়ে পাথর তুলেই চলেছে।