দীঘিনালায় মাস্ক ব্যবহার না করায় ট্যুরিস্টসহ ২৭ জনকে জরিমানা
॥ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কোভিড-১৯ মোকাবিলা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি লংঙ্ঘনের অভিযোগে ট্যুরিস্টসহ ২৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার কলেজ মোড় বঙ্গবন্ধু চত্বর এলাকায় রাস্তায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বার্হী অফিসার মোহাম্মদ উল্লাহ জানান সরকারি নির্দেশনা কোভিড-১৯ এ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলাচলের কথা থাকলেও অনেকে মাস্ক ব্যবহার করছেন না। যারা মাস্ক ব্যবহার করছে না, তাদের কে জরিমানা এবং মাস্ক বিতরন করা হয়েছে। এসময় ২০ জন ট্যুরিস্ট এবং ৭ জন স্থানীয় যারা মাস্ক ব্যবহার না করায়, ২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ নিশ্চিত করে বলেন দৈনিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তিনি সাংবাদিকদের জানান, করোনায় স্বাস্থ্য লংঘন করলে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে। তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।