খাগড়াছড়িতে মামলার সাক্ষী দিতে এসে লাশ হলেন এসআই পার্থ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে মাইক্রোবাসের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পুলিশের এসআই পার্থ রায় চৌধুরী (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে জেলার সদর ইউনিয়ন গামাড়ি ঢালা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাঙ্গামাটির নিজ বাসা থেকে মোটর সাইকেলযোগে আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন এসআই পার্থ। খাগড়াছড়ির সদরের গামাড়ীঢালা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস সজোরে ধাক্কা তিনি কোমড়ের নিচে মারাত্মক আঘাত পান। তাৎক্ষনিক তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়। এসআই পার্থ কিশোর গঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করেছেন। সে রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম আবছার বলেন, পার্থ খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করার সময় বেশ কয়েকটি মামলার তদন্ত করেছেন। এই সব মামলায় আদালতে সাক্ষ্য দিতে আসার পথে এই দূর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বিনয়ী ও সৎ অফিসারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শোক জানিয়েছে স্থানীয়রা।