জনমনে আতঙ্ক
বাঘাইছড়িতে ফের আঞ্চলিক দু’দলের মধ্যে বন্দুক যুদ্ধ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ফের সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস (মূল) দলের সাথে এমএন লারমা নেতৃত্বাধীন জেএসএস সংস্কারপন্থী দলের মধ্যে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়। এসময় আশে পাশে মানুষেরর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বাবুপাড়া ও তালুকদার পাড়ার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শুক্রবার মধ্যরাতে উপজেলার বাবুপাড়া ও তালুকদার পাড়ার মধ্যবর্তী স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা নেতৃত্বাধীন জেএসএস সংস্কারপন্থী দলের ঘাঁটিতে হামলা চালাতে আসে। এসময় তারা টের পেলে দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ শুরু হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এবিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা গোলাগুলি হয়। প্রায় ৩০০ থেকে ৪০০ রাউন্ড গুলিবর্ষণ হয় দুই পক্ষের মধ্যে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।