[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩৬তম কঠিন চীবর দানোৎসব উৎযাপিত

৯৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

বৌদ্ধদের আজ থেকে আড়াই হাজার বছর আগে অর্থ্যাৎ মহামতি গৌতম বুদ্ধের সময়কালে এবং জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা করে সারা রাতব্যাপী বৌদ্ধ সন্ন্যাসীদের গেরুয়া কাপড় (চীবর) বুনে গৌতম বুদ্ধকে দান করেছিলে। বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবর দানকে সফল করতে কঠিন চীবর দান করে আসছে বৌদ্ধ ধর্মালম্বী পূণ্যার্থীরা।
তারই ধারাবাহিকতায় উপজেলায় সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিন ব্যাপী ৩৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবের মধ্যে দিয়ে কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

গত শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানের মাধ্যমে সমাপ্ত হয়েছে দিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
ধর্মীয় আলোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় আচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সংঘারম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধা লঙ্কার মহাস্থবির এর সভাপতিত্বে সভায় দানোত্তম কঠিন চীবর দানের তাৎপর্য, দান,শীল,ভাবনা বিষয়ে উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন, রাঙ্গামাটির মৈত্রী বিহারের ভদন্ত পঞ্ঞাদ্বীপ থের( ভাবনা ভান্তে) ও বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ বিনয় পাল ভিক্ষু।