[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাউখালীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শরিফুর রহমান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরে শরিফুর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল । এরই ধারাবাহিকতায় শনিবার ঐ শিক্ষার্থীকে পথিমধ্যে একা পেয়ে শ্লীলতাহানি করে এই যুবক । পরে মেয়ের বাবা ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শরিফুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুর রহমান বেতবুনিয়ার সাপনালা এলাকার বাসিন্দা মোঃ আবুল কামালের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে কাউখালী থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে।