[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাউখালীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

৭২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শরিফুর রহমান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরে শরিফুর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল । এরই ধারাবাহিকতায় শনিবার ঐ শিক্ষার্থীকে পথিমধ্যে একা পেয়ে শ্লীলতাহানি করে এই যুবক । পরে মেয়ের বাবা ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শরিফুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুর রহমান বেতবুনিয়ার সাপনালা এলাকার বাসিন্দা মোঃ আবুল কামালের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে কাউখালী থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে।