রাজস্থলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যাংক কর্মকতার মৃত্যু
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে সেকান্দর আলী (৪০) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (০২ নভেম্বর) রাতে উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় তালুকদারের বাড়িতে ভাড়ায় থাকতেন গ্রামীণ ব্যাংকের সহকারি ম্যানেজার সেকান্দর আলী। রাতে খাবার রান্না করার সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এতে তিনি দগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মৃত আব্দুল গণির ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।