রাঙ্গামাটিতে ইসলামি আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের পৌরসভা প্রাঙ্গনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ইসলামি আন্দোলনের জেলার সভাপতি এনামুল হক মৃধা, সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, রাঙ্গামাটি ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সভাপতি মুহাম্মদ নাসির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মুসলমানরা তাদের নবী (সাঃ) কে তাদের প্রাণের চেয়ে বেশী ভালবাসেন। মহানবীর অপমান সইবে না আর মুসলমান। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্নক মনোভাব প্রকাশ করেছে। ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য সকলকে আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
এর আগে রাঙ্গামাটি পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে মিলিত হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।