[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় ৭ মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলে জামুকা’র সুপারিশ

৭৩

॥ মোঃ রফিকুল ইসলাম, লামা ॥ 

বাংলাদেশ ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল’ (জামুকা) এর ৬৯তম সভার ৩নং আলোচ্যসূচীর আলোকে সারাদেশে মোট ৩৬ জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে দেয়া জামুকা’র মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোমেল এর ১১৮নং স্মারকের এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে দেয়া পত্রের সূত্রে জানা যায়, দীর্ঘ তদন্ত ও শুনানীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৬ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গেজেট ও সনদ বাতিলের জন্য সুপারিশ করা হয়। উক্ত ৩৬জনের মধ্যে বান্দরবানের লামা উপজেলার ৭জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। তারা হলেন, দীলিপ কান্তি দাশ গেজেট নং ৬০, সনদ নং ৯৬২০৮, অর্জুন শীল গেজেট নং ৪১, সনদ নং ২৮৫৭৩, ছাদেক আলী গেজেট নং ৫৮, সনদ নং ১০৪২৩৬, ফরিদুল আলম গেজেট নং ৫৯, এস. কে এইচ সাব্বির আহাম্মদ গেজেট নং ৪০, দিপক কান্তি পাল গেজেট নং ৩৯, সনদ নং ২৮৩৭১ ও প্রিয়দর্শী বড়ুয়া গেজেট নং ৩৩, সনদ নং ২৬২০৩।

লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি অনলাইনের মাধ্যমে জেনেছি। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) হতে কোন লিখিত পত্র এখনো পায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিবেন তা আমরা প্রতিপালন করব।