কাপ্তাইয়ে অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক উপজাতি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার চৌধুরীছড়াস্থ ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে কাপ্তাই উপজেলার চৌধুরীছড়াস্থ কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যৌথভাবে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে উদ্ধারকৃত মরদেহের এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।