[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে নারীর ক্ষমতায়নে অংশীজনদের প্রকল্প কার্যক্রম সভা

৫৯

॥নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে উপজেলা পর্যায়ে শিক্ষা ও দক্ষতা উন্নয়নেরমাধ্যমে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রথাগত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অংশীজনদদের প্রকল্প কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। এসময় কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা কৃষক মাঠ সমন্বয়কারী আশীষ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির এসআইডি- সিএইচটি প্রকল্পের ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা ও প্রকল্পের প্রেজেন্টেশন পরিচালনা করেন শিক্ষা ও দক্ষতার মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের প্লানিং, মনিটরিং এবং রিপোর্টিং অফিসার ত্রপা চাকমা। এসময় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের জেন্ডার এণ্ড ইনক্লুসিভ এডুকেশন অফিসার তুগুন চাকমা সহ,উপজেলা গণমাধ্যমকর্মীবৃন্দ,বেসরকারি এনজিও সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,সূচক অনুযায়ী নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে আমাদের দেশ এগিয়ে আছে। তার কারণ হলো আমাদের দেশে বিশেষ করে ৯০ এর আগে ভোটাধিকার ছিল না। কিন্ত এখন ভোটাধিকার লাভের সুযোগটা পাচ্ছে। তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদের এ প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজে অগ্রসর হওয়া সম্ভব। সেক্ষেত্রে উপজেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রকল্পের যে লক্ষ্য উদ্দেশ্য শতভাগ বাস্তবায়নে তিনি সফলতা কামনা করেন।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন, প্রকল্পটি কানাডা সরকার কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প। আর এ প্রকল্পটির সাথে সরকার সরাসরি যুক্ত রয়েছে। সেক্ষেত্রে বলা যায়, এটি চমৎকার একটা প্রকল্প। তিনি, এ প্রকল্পের মাধ্যমে উপজেলা নারী ও শিশু কন্যারা সুবিধাটা পাবে। তাই এ প্রকল্প সফলতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, নারীদেরকে বাদ দিয়ে উন্নয়নমূলক কাজে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নারী ও শিশু কন্যাদের আগে সচেতন করা উচিত। এছাড়াও তিনি প্রকল্পের উন্নয়ন মূলক কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য,শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংবেদনশীল এবং পরামর্শ প্রদানের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সেশন পরিচালনা করা। একই সাথে সকলের আর্থ- সামাজিক উন্নয়নের জন্য নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সৃজনশীল যোগাযোগ মাধ্যম সৃষ্টি করতে প্রকল্পের মাধ্যমে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নতুন উদ্যোগ হাতে নিয়েছেন। তারই আলোকে উপজেলা পর্যায়েও একইভাবে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ পরিচালনা করা হচ্ছে।