[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধনরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫০০ পরিবারের মাঝে বিজিবি ’র খাদ্যশস্য বিতরণলংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা, মাত্র ২ জন চিকিৎসকবাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

৬৪

॥ বরকল উপেজলা প্রতিনিধি ॥

”উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনামুক্ত জীবন গড়ি ” – এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে পানি বিশুদ্ধিকরণ পাউডার, ধর্মীয় প্রতিষ্ঠানে সাবান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

বক্তারা বলেন স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাই সচেতনতার বিষয়টি শহর থেকে গ্রামাঞ্চলে বজায় রাখতে হবে। যাতে পানিবাহিত, মলবাহিত রোগ এবং করোনা ভাইরাস থেকে সকলে মুক্ত থাকতে পারে।

বক্তরা আরও বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।

এসময় বরকল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা,সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বড় হরিণা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কিরণ জ্যোতি চাকমা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক স্নেহ চাকমা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের পানি বিশুদ্ধিকরণ পাউডার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাধারণ সম্পাদকদের মাঝে সাবান বিতরণ করা হয়।