[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হেডম্যান মংথোয়াইলা এর বিরুদ্ধে নানান অভিযোগকামাল হোসেন ছিলেন একজন অকুতোভয় নির্ভীক সাংবাদিকবান্দরবানের থানচিতে হেডম্যান পাড়ার কালভার্ট গ্রামবাসীদের মরণফাঁদরাঙ্গামাটির রাজস্থলীতে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত জনগনের মাঝে ক্ষোভকাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ আর নেইচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রাঙ্গামাটির দুই থানা পরিদর্শনগণতন্ত্রের পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী আর পিছ পা হবে নারাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাদুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরিখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই হ্রদে ডুবে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কাপ্তাই হ্রদে ডুবে শ্যামল কান্তি চাকমা (৪০) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের কাপ্তাই হ্রদের আমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে থানা সুত্র জানেিয়ছে। মৃত ব্যক্তির বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, বিলাইছড়ি উপজেলায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ চলছিল। বুধবার দুপুরে শ্যামল কান্তি চাকমা নদীর এক পার থেকে অন্য পারে বিদ্যুৎ সংযোগের লাইন দেওয়ার জন্য হ্রদে নামলে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে তার সহকর্মীরা হ্রদ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানিয়েছেন, মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে ওসি জানান।