[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে এই প্রথম কাজু বাদাম উৎপাদনে চাষ শুরু

৬২

॥ আকাশ মার্মা, বান্দরবান ॥

বান্দরবান পাহাড়ে সুয়ালক ইউনিয়নে বেসরকারি প্রতিষ্ঠান এলএগ্রো লিঃ এর উদ্যেগে কাজু বাদামের উৎপাদন শুরু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকালে পূষ্টি উন্নয়নে প্রকল্পে প্রকল্প পরিচালক মোঃ মেহেদী মাসুদ এই নার্সারী পরিদর্শন করেন। এই সময় উপস্তিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর এল এ গ্রো পরিচালক মোঃ ইফতেখাড় সেলিম অগ্নি, কৃষি অফিসার মোঃ ওমর ফারুক,গন্যমান্য ব্যক্তি প্রমুখ।

এই সময় সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর বলেন, পাহাড়ে কাজু বাদাম চাষে উৎপাদনের উদ্যেগ এই প্রথম দেখেছি, পার্বত্য এলাকায় জন্য এটি খুবই উপকারি ও ভালো একটা উদ্যেগ। আমরা এই কাজু বাদামের উৎপাদন পার্বত্য এলাকায় ছড়িয়ে গেলে যা দেশের বাইরে ও রপ্তানী করা সম্ভব। তিনি আরো বলেন, কাজু বাদাম চাষ খুবই লাভজনক।এটি দেশের বাইরে চাহিদা বেশি।তাই আমি চাই পার্বত্য এলকায় আরো যেন কাজু বাদামে উৎপাদন বাড়ে।

প্রকল্পে পরিচালক মোঃ মেহেদি হাসান ব্জানান, এই নার্সারিতে ৬ লাখ কাজু বাদাম চারা লাগানো পরিকল্পনা রয়েছে। একটি চারা চার মাসে মধ্যে রোপন করা উপযোগী এবং তিন বছরে মধ্যে ফলন ধরবে ,তবে এক একটি চারা দাম এখনো নির্ধারিত হয়নি। তবে আমরা দ্রুত এই একটি চারা দাম নির্ধারন করে পার্বত্য এলাকায় কাজু বাদামে উৎপাদন বৃদ্ধি বাড়াতে পারব বলে আশা রাখছি।