লামায় ৫ দফা দাবীতে ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টিটিভস্দের মানববন্ধন ও স্মারকলিপি
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ ৫ দফা দাবী আদায়ে কর্মবিরতি, প্রতিবাদ মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) লামা-আলীকদম প্রতিনিধিরা। সোমবার (১৯ অক্টোব) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ফারিয়া’র নেতৃবৃন্দ ও সদস্যরা ৫ দফা দাবী আদায়ে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাবওে লামা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। ফারিয়া’র লামা-আলীকদম সভাপতি মোঃ আব্দুল করিম বলেন, ১৯ অক্টোবর ১ দিন ব্যাপী সারাদেশের ন্যায় লামা আলীকদমের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কর্মবিরতি পালন করেছে। সরকারের মাধ্যমে কোম্পানি গুলোকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভসদের যৌক্তিক দাবী গুলো মেনে নিতে অনুরোধ করেন। তাঁরাও পরিবার-পরিজন নিয়ে সুন্দর করে বাঁচতে চান।
তাঁদের দাবী সমূহের মধ্যে সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সম-পরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতাতি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুঁটিভোগ বিধান।
ফারিয়া’র সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন, ফারিয়া’র লামা-আলীকদম কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির সদস্য রতন দত্ত, এ এম ইনজামাম, মাহমুদুল হক, ফারিয়া লামা-আলীকদম কমিটির সাধারণ সম্পাদক লিটন দাশ, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মোবাশে^র হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক অনিন নির্জন, সদস্য মেহেদি, শাহজাহান, আবছার, সোলেমান, ছাবের, রুবেল বড়ুয়া, এখলাছ, জহিরুল, হোসাইন, কবির, ছায়েম, অঞ্জন, মোজাম্মেল, শাহ আলম, করিম, আলম, সোহাগ সহ প্রমূখ।