শেখ রাসেল মানে অনেক মায়ের চোখের জল, মুখের হাসি : পার্বত্যমন্ত্রী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি বলেছেন, শেখ রাসেল মানে অনেক মায়ের চোখের জল,শেখ রাসেল মানে অনেক মায়ের মুখের হাসি। শেখ রাসেল হবে, এদেশের বঞ্চিত,নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষদের সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রতীক হবে।
রবিবার (১৮অক্টোবর) বিকালে রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্যমন্ত্রী বলেন, শেখ রাসেল কেবল একটি নাম নয়,সমগ্র বাংলার অবহেলিত,পশ্চাৎরত ও বঞ্চিত শিশুদের হাসির প্রতীক এবং তাদের উদ্যোগের প্রতীক। সেটিকে স্মরণ করে রাখার জন্য শেখ রাসেল স্মৃতি নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ কোনদিন স্বপ্ন দেখেনি। এমনও দিন গেছে পার্বত্যাঞ্চলের মানুষ দিন বা রাতের বেলায়ও আলো দেখেনি। তখন মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় যেতেও সাহস পেতো না। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্ঠা চেয়েছেন,পার্বত্যাঞ্চলের হানাহানি,রক্তপাত,খুনাখুনি বন্ধ হোক। পার্বত্যাঞ্চল বাংলাদেশের জন্য বোঝা নয়,পার্বত্যাঞ্চল হলো সম্পদশালী এলাকা। সেই উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী শান্তিচুক্তি করেছেন। মানুষের অভাব ও সমস্যা থাকতেই পারে এতে হতাশার হওয়ার কিছুই নেই। কিভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে পার্বত্যাঞ্চলের উন্নয়ন করা যায় সেই চিন্তাই করতে হবে।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি), রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান,পিএসসি, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন প্রমুখ।
পরে অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।