[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় নামে-বেনামে অভিযোগে বেকায়দায় বন বিভাগসাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া জরুরিহালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণকাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আবারো ছাড়া হচ্ছে পানিমানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

নারী ধর্ষণ, নির্যাতনে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড

বরকলে বিট পুলিশিং ফোরাম এর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯৯

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

পুলিশ জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে নারী নির্যাতন, সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় নারী পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১৮ অক্টোবর সকালে বীট পুলিশিং ফোরাম’র আলোচনা সভা ও মতবিনিময় সভা বরকল পাবলিক ক্লাবে অনুষ্ঠিত হয়।

বরকল মডেল থানার সাব-ইন্সপেক্টও (এসআই) মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরকল প্রেস ক্লাবের সদস্য ও পাহাড়ের সময় পত্রিকার প্রতিনিধি নিরত বরন চাকমা, বরকল মডেল থানার এএসআই মোঃ সাইফুল, বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বক্কর, বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কর্মকার, বরকল ইউনিয়ন পরিষদের সদস্যা মাইসা মারমা, বরকল মডেল থানার এএসআই মোঃ সাখাওয়াত সহ স্থানীয় জনসাধরণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ, ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছেন। এতে দেশে নারীদের নিরাপত্তায় বড় স্বস্তি ফিরে পেয়েছে। বক্তরা আরো বলেন, নারীরা সমাজে সর্বত্র অবহেলিত থাকে। সুতরাং সমাজে পুরুষের পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন হতে হবে। তাছাড়া নারীরা হলো মা জাতি। তারা সুরক্ষা থাকলে জাতি সুরক্ষা থাকবে।তাদের খারাপ দৃষ্টিতে দেখা উচিৎ নয়। বরং তাদের নিজের মা’য়ের মতো ভাবা উচিত। যদি সে দৃষ্টিতে দেখা হয় তাহলে দেশে নারী সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়ন কমিয়ে আসবে বলে বক্তারা উল্লেখ করে বলেন।

সভায় বরকল মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন বলেন, সারা দেশব্যাপী নারী ধর্ষণ, সহিংসতা, নির্যাতন ও যৌন নিপীড়ন হচ্ছে। আর সেগুলোর প্রতিরোধে প্রধানমন্ত্রী ও আইজিপি বেনজির আহমেদ কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরও অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা গড়ে তোলা উচিৎ। সরকার এসিড নিক্ষেপ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শুধু দুর্নীতি প্রতিরোধ করছে না তার পাশাপাশি নারী ধর্ষণ, নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধে আইন প্রণয়নের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিচ্ছে। নারী ধর্ষণ, নির্যাতনে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছেন।