নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: দীপংকর তালুকদার, এমপি
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ভাবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই এটা রোধ করা সম্ভব হবে। তিনি আরোও বলেন, আইন সকলের জন্য সমান, কেউ অপরাধ করে পার পাবে না, তাই এই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। বঙ্গবন্ধুর সোনার এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই থানাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ২ নং বিট কর্তৃক আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ৫ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন করেন।