পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নতুন সচিব সফিকুল আহম্মদ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ সফিকুল আহম্মদ। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মোঃ মেসবাহুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে বদলী করা হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মেসবাহুল ইসলাম গত ৫ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছিলেন। প্রায় ২০ মাস এই মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। এই মন্ত্রনালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।