খাগড়াছড়িতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বজ্রপাতে দ্বিজেন ত্রিপুরা (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং নিরু বালা ত্রিপুরা (২২) নামে এক কিশোরী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে,দ্বিজেন ত্রিপুরা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুধন্য কার্বারী পাড়ায় তার শ^শুড় বাড়ির পারিবারিক অনুষ্ঠানে যান। এসময় আকস্মিক বজ্রপাতে তার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং তার পাশে থাকা নিরুবালা ত্রিপুরা নামে এক কিশোরী আহত হন। নিহত দ্বিজেন ত্রিপুরা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের পূর্ণ কার্বারী গ্রামের সরজয় ত্রিপুরা ও রতি বালা ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।