[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে কৃষকের মৃত্যু

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে হ্লাপ্রুচাই মারমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চিৎমরম ইউনিয়নের উজানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার বিকেলে আদা ক্ষেত্রে বিষ প্রয়োগ করতে যান হ্লাপ্রুচাই মারমা। ক্ষেত থেকে ফিরতে দেরি হলে পরিবারের স্বজনরা তাকে খুঁজতে ক্ষেতে যান। সেখানে অজ্ঞান অবস্থায় পেয়ে স্বজনরা তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হ্লাপ্রুচাই মারমার মৃত্যু হয়।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ্লাপ্রুচাই মারমা ক্ষেতে বিষ প্রয়োগের সময় নাকে ও মুখে মাস্ক পরিধান না করার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।