লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি রফিক, সম্পাদক তৈয়ব
॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে রিপোর্টার্স ক্লাবের অফিসে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় ক্লাবের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,দৈনিক পূর্বকোণ ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জনতার প্রতিনিধি শাহাব উদ্দিন, অর্থ-সম্পাদক পদে অনলাইন টেলিভিশন সি-প্লাস প্রতিনিধি মোঃ ইলিয়াছ আরমান নির্বাচিত হন।
এছাড়া কার্যকরী কমিটিতে সদস্য হিসাবে আছেন, এম. কামরুল হাসান টিপু, আনোয়ার হোসেন, কামরুল হক মহসিন ও মোঃ মোর্শেদুল আলম।
নির্বাচনে ক্লাবের উপদেষ্টা, নিবার্চন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আবুল কাসেম দায়িত্ব পালন করেন।নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রফিক।