[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে পড়ে শিশু নিখোঁজএসএসসি-তে বান্দরবান জেলায় সেরা কোয়ান্টাম কসমো স্কুলবান্দরবানের লামায় প্রশাসনের অভিযান, বালু উত্তোলনে ২জনের সাজাকাপ্তাইয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতরাঙ্গামাটির রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি জব্ধ করেছে কোটি টাকার বার্মিজ সিগারেটকাপ্তাই ন্যাশনাল পার্ক অনেক মনোমুগ্ধকর: বন সচিববৃষ্টি ও কাঁদাপানি মাড়িয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখে গেলেন রিজভীখাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধাররোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপ
[/vc_column_text][/vc_column][/vc_row]

‘পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার এ উদ্যোগ নজীর হয়ে থাকবে’

৪৩

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ কাসেম বলেছেন, উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার অসহায় ও প্রতিবন্ধী বেকার যুবকদের স্বনির্ভরতা তথা জীবিকায়নের জন্য হাঁস ও মুরগী বিতরণ করছে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ । তাদের এ মহৎ উদ্যোগ নজীর হয়ে থাকবে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুং বি-বাড়িয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ৯ জন অসহায় যুবকের মাঝে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে হাঁস ও মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার এসব মহৎ উদ্যোগ দেখে সচেতন মহল এগিয়ে আসলে বাংলাদেশ আর গরীব থাকবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত হতে বেশীদিন সময় লাগবে না।

তিনি আরো বলেন, পার্বত্য প্রেসক্লাবের এ মহৎ উদ্যোগ যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন, পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে এলাকায় অভাব অনটন দূরীভূত হওয়া সম্ভব। এসময় তিনি যুবকদের হাঁস-মুরগি প্রতিপালনের জন্য খাদ্য সামগ্রী সহায়তার ঘোষনা দেন।

পার্বত্য প্রেসক্লাব সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, পেশাজীবি সাংবাদিকদের নবীন এ সংগঠনটি করোনা দুর্যোগে যেমন খাদ্য-সামগ্রী নিয়ে অভূক্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তেমনি জেলা প্রশাসকের ত্রান তহবিলেও অর্থ জমা দিয়েছে। আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার মানসেই আমাদের এই উদ্যোগ। আমাদের পাশে জননন্দিত নেতা আলহাজ¦ মোঃ কাশেম সাহেবের মতো মহৎ ব্যক্তিদের পেলে আমরা আরো দ্রুততার সাথে ব্যাপকভাবে দুঃস্থ মানুষদের কল্যানে কাজ করতে পারবো।

দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক জুলহাস উদ্দিন বলেন, হাঁস-মুরগী জনপ্রতি ১০ টি করে ৯০ বা একশ লোকের মধ্যে এগুলো বিতরণ করে অনেক লোকের বাহবা নিতে পারতাম কিন্তু এতে কারো তেমন উপকার হতো না। জনপ্রতি একটি সংখ্যায় বিতরণ করায় তারা মোটামুটি একটি উপার্জনে যেতে পারবে।

হাঁস নিতে আসা বাঁচা মেরুং এলাকার সনজিতা চাকমা বলেন, আমরা গরীব অসহায় মানুষ। এ হাঁসগুলো পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের সংসারের অভাব অনটন দূর করতে সাংবাদিকদের এ সহযোগিতা চিরদিন মনে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, পার্বত্য প্রেসক্লাবের অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য বকুল বিকাশ ত্রিপুরা, সাংবাদিক মোঃ সোহেল রানা, আক্তার হোসেন, বি-বাড়িয়া পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রায় ২ লক্ষাধিক টাকা ব্যয়ে ৭ জনকে ১০০ টি করে ৭০০ হাঁস ও ২ জনকে ১০০ টি করে ২০০ মুরগী বিতরণ করা হয়।