[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় বাড়ি থেকে ডেকে নিয়ে তিনজনকে অপহরণ

৮২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

দীঘিনালা উপজেলায় পাহাড়ি নারীসহ তিন জনকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ব্যক্তিরা হলেন, ধর্ম দাশ চাকমার স্ত্রী রাজালক্ষ্মী চাকমা (৬৫) ছেলে রণ জ্যোতি চাকমা (৩২) এবং প্রিয় নাথ চাকমার ছেলে প্রভাত চন্দ্র চাকমা (৩৫)। তাদের সকলের বাড়ী উপজেলার কামাকোছড়া গ্রামে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কামাকোছড়াস্থ নিজ বাড়ি থেকে তাদেরডেকে নিয়ে অপহরণ করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে অপহৃতদের বাড়িতে সরেজমিনে গেলে দেখা যায়, বাড়িতে রয়েছেন ধর্ম দাশ চাকমা(৭০) এবং তার পুত্র বধু। তারা ভয় ও আতঙ্কের মধ্যে আছেন বলে তারা জানান।

ধর্ম দাশ চাকমা জানান, প্রতিবেশী দানবীর চাকমার সাথে ভূমি বিরোধ ছিলো। অন্যদিকে দানবীর চাকমার স্ত্রী তৃপ্তি চাকমার বড় ভাই ইউপিডিএফ এর বড় নেতা। ইউপিডিএফ তাদের ডেকে নিয়ে গেছে। গত রোববার দুপুরে স্থানীয় কার্বারী প্রণয় চাকমার মুঠোফোনের মাধ্যমে তাদের বাবুছড়া ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকেই তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আর তাদের কোন খুঁজ পাওয়া যায়নি।

প্রভাত চন্দ্র চাকমার স্ত্রী সঞ্চিতা চাকমা (৩০) জানান, তাদের সাথে আমার এবং আমার স্বামীর কোন দ্বন্দ্ব বিরোধ নেই।

এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের ঘটনা শুনেছি। তবে এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনায় তদন্ত সহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।