বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে বাচমং মারমা (৪১) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ( ১০অক্টোবর) সন্ধ্যায় জেলার শহরের জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার সন্ধ্যায় জামছড়ি বাজারে দোকানে অবস্থান করছিলেন বাচমং মারমা। এসময় একদল সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অর্তকিতভাবে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি ৫ বছর আগে জাতীয় রাজনীতি জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাথে যুক্ত ছিলেন। পরে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বাঘমারা শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া বাজারে তিনি পল্লী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।
নিহতের বড় ভাই উমংচিং মারমা বলেন, তার ছোট ভাইকে হত্যা করে ক্ষান্ত হয়নি তার মোটরসাইকেলও নিয়ে গেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এ বিষয়ে বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্তের পরে জানা যাবে।