কাপ্তাইয়ে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রাইখালীতে বসন্ত তঞ্চঙ্গ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নামে এক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ অক্টোবর) ভোর সকালে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে বসন্ত তঞ্চঙ্গ্যা তার ভাড়ায় চালিত মোটরসাইকেল করে রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে কারিগর পাড়ায় এসে এক যাত্রীকে নামিয়ে দেন। এরপর কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা প্রকাশ র্দুজয় কারিগর পাড়ার বাসিন্দা শশাধর তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি আরো জানান, বসন্ত তঞ্চঙ্গ্যা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)’র সমর্থিত কর্মী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীন কোন্দলের কারণে এই হত্যাকান্ডটি ঘটতে পারে।