[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

কথা হইলো লুটের আসায় চেয়ার চাইলে জেঠা জেঠিরা শেষমেষ ললিপপ ধরাইয়া দিতে পারে

৫৫

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া বে¬ক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…

দেশে নারী ধর্ষণ নির্যাতন হত্যা ঘটনা লইয়াতো এখন উত্তাল বাংলাদেশ। এমন কোন জেলা উপজেলা নাই যে নারী ধর্ষণ হইতেছে না। এইসব লইয়া দেশের হ¹ল শেণীর জেঠা জেঠিরা এখন রাজপথে। সাথে যোগ হইয়াছে বিএনপি আর ছাত্রলীগ। কথা হইলো পুলিশে অপরাধীরে খুঁজিবার আগেই নিজেরাই খুঁজিয়া ধর্ষকরে পরপারে পাঠাইয়া দিতে হইবে। দুই চাইটারে পাঠাইলেই বহুত ঠান্ডা হইয়া পড়িবে, চিন্তায় আছি…

আজগর জেঠা কহিলো, রাজস্থলী উপজেলার বাজার পাড়ায় সন্ত্রাসীরা জালাল উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ীরে গুলি করিয়া হত্যা করিয়াছে। গেল সমবার সকালে ব্যবসার কাম শেষে বাড়িতে বিশ্রাম করছিলো জালাল এই ফাঁকে এক দল সন্ত্রাসী বাসায় ঢুকিয়া ব্রাশ ফায়ার করিয়া তাঁরে হত্যা করে। ঘটনার বিচার চাহিয়া স্ত্রী শাহেনা বেশ ক’জনরে আসামী করিয়া মামলা করিয়াছে। জেঠা জালালরে হত্যা করনের হেতু কি, চিন্তায় আছি…

আমাগো দেশের একশো সাত জন বিশিষ্ট ব্যক্তি উদ্ভাস্তু পাহাড়িদের দীর্গ মেয়াদি ত্রাণ সহ যথাযত পূনর্বাসনের দাবি জানাইয়াছেন। আমাগো শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারমন কুজেন্দ্র জেঠারে স্মারকলিপিও দিয়াছেন। দেশে মহামারি করোনায় অন্যেরা যদি সরকারের সুযোগ সুবিধা পাইয়া থেকে তয় তাইনেরা কেন বঞ্চিত হইবে। কথা হইলো ভারত ফেরত শরনার্থীগোর জীবন মান উন্নয়নে টাস্কফোর্স এর সুদুর পরিকল্পনা লওনের দরকার। আমাগো চেয়ারমন জেঠা নানান কিছিমের উন্নয়নের ফর্দ বাস্তবায়ন করিলে এই ফর্দেরও বাস্তবায়ন করনের দরকার, চিন্তায় আছি…

রহমান জেঠা কহিলো, বঙ্গবন্ধু জন্মশত বর্ষ অনুষ্ঠান লইয়া দেশের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে নানান চিত্রকর্ম লইয়া স্বাধীনতা আর ইতিহাসের শিল্প উঠিয়া আসিলেও এইসব শিল্পকর্ম অজত্নে অবহেলায় মুছিয়া যাইতেছে। পথচারী বহুত জেঠা জেঠি পরিস্কিার না করিলে এইসব লিখনেরও কি দরকার আছিল প্রশ্ন তুলিতেছে। বহুতে কহিলো কত টাকা কত জলে পড়িতেছে। অথচ এইসব কর্ম পরিস্কার করিতে কারো দরদ নাই। কথা হইলো ইতিহাস ঐতির্হ্য ধরিয়া রাখিতে কর্ম করিলেও হইবে না তাঁরে বাঁচাইয়াতো রাখিতে হইবে, চিন্তায় আছি…

মিলটন জেঠা কহিলো, মহালছড়ির স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বহু ঔষুধ নষ্ট হইয়া যাইতেছে। অযন্ত অবহেলায় এইসব হইতেছে। জেঠাঁ জেঠিরা চিকিৎসার জইন্য আসিলেও সঠিক সেবা পাইতেছে না। পিয়ন ঝাড়ুদাররাও নাকি রোগীর ঔষুধপত্যের কাজ করিতেছে। ডাক্তারগোরে পাইয়াও নাকি পাওয়া যায় নাই। কথা হইলো মাসে মাসে বেতন গুনিলেও হইবে না সরকারি সম্পদ জেঠা-জেঠিগোর সম্পদও রক্ষাকরিতে হইবে। হাজিরা খাতায় নাম লেখিলেই শেষ হইবে না, দায়িত্বও পালন করিতে হইবে, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো স্বামীর অত্যাচারের ঘটনায় মামলা হইলেও ৯ বছর পার হইতেছে পুলিশ আসামী ধরিতে পারিতেছেনা। নির্যাতিতা জোসনা গেল বৃহস্পতিবার আসামী দরিতে তাইনের নিরাপত্তার দাবিতে আমাগো সাংবাদিকদের ক্লাবে সংবাদ সম্মেলন করিয়াছে। কথা হইলো পুলিশ পারিবেনা এমন কোন বিষয় নাই। আসামী ধরিতে প্রচেষ্টাতো চালাইতে হইবে, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো জমির বিরোধ লইয়া তাইনের লামায় দিন জনের মাথা ফাটাইয়াছে। এই এলাকার দুই পরিবারের মইধ্যে বহুত আগে হইতে জমি লইয়া বিরোধ চলিতেছে। চলিতে চলিতে এখন মাথা ফাটাইয়া হাসপাতালাইজড হইয়াছে। কথা হইলো লামায় অত্যাচারের গুষ্টির সংখ্যা চরমে পৌঁছাইয়াছে। তয় শান্তির জইন্য সামাজিক শক্তি বাড়াইতে হইবে। খালি মারামারি গুতোগুতি, চিন্তায় আছি…

ধর্ষণের বিরুদ্ধে রাঙ্গামাটি ব্যনারের জেঠা-জেঠিরা কহিলো, সরকারের আইন প্রনয়ণ আছে কঠিন প্রয়োগ নাই। নারীর প্রতি সহিংসা বন্ধে সামাজিক আন্দোলন আরো জোরদার করিতে হইবে। গেল শুক্রবার তাইনেরা মানবন্ধন কর্মসুচিতে কহিরো বিচারহিনতার কারনে দেশে মা’জাতির উপর জঘন্য হামলা হইতেছে। যা দেখিতেছি দেশের নারী সমাজতো ফাঁফিতেছে, কখন কি হইয়া যায়, চিন্তায় আছি…

চাতোই জেঠা কহিলো, খাগড়াছড়িতে প্রতারক দম্পতির খপ্পরে পড়িয়া টাকা পয়সা হ¹লই হারাইয়াছে কয়েক জেঠি। ভন্ড প্রতারক দম্পতি তাইনেগোর স্বামীরে বিদেশ পঠাইবে, চাকুরী দিবে, নানান লোভ দেখাইয়া শেষমেষ বেশ হালি জেঠি হইতে লক্ষ লক্ষ টাকা হাতাইয়া পলাতক হইয়াছে। এখন টাকা উদ্ধারে প্রশাসনের ধারে ধারে ঘুরিতেছে। প্রতারক দম্পতিতো টাকাও নিয়াছে, কারো কারো স্বামীও উল্টো বানাইয়া দিয়াছে। এই হইলো অতি চালাকের গলায় দড়ি, ঐ দম্পতি জেঠিগোর হ¹ল সম্পত্তিই লইয়া পলাইয়াছে। কথা হইলো অতিলোভে হ¹ল নষ্ট, চিন্তায় আছি…

আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন দেখা যাইতেছে। তলে বলে নেতারা ফাইট কিরতেছে চেয়ার দখলের জইন্য। এমনিতে পার্বইত্য চট্টগ্রামের কয়েকটি নারী ধর্ষণ ঘটনায় আমামীলীগের নেতাগোর দফারফায় পাহাড়ের বিজ্ঞ জেঠা জেঠিরা ছিঃ ছিঃ করিতেছে। পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। কথা হইলো লুটের আসায় চেয়ার চাইলে জেঠা জেঠিরা শেষ মেষ ললিপপ ধরাইয়া দিতে পারে, চিন্তায় আছি…

শান্ত জেঠা কহিলো, বান্দরবানের আলীকদম উপজেলার গাঁও গেরামের বহুত সড়কের অবস্থা বেহাল হইলেও ঠিক করনের হাল কেউ নাই। ভাঙ্গাচোড়া, গর্ত-ভত্ত উপর দিয়া গাড়ি কোন রকুম চলিতেছে। বহুত সময় গাড়ি কাঁইত হইলে যাত্রী জমিতে যাইয়া পড়িতেছে। কোন জেঠা জেঠি অসুস্থ হইয়া পড়িলে তাইনেরে কাঁদে করিয়াই হাসপাতালাইজড করিতেছে হইতেছে। এই মহা দূর্ভোগ হইতে বাঁচাইতে প্রশাসনের জেঠা-জেঠিগোর নজর রাখা উচিত, চিন্তায় আছি…

ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১১ অক্টোবর, ২০২০ খ্রিঃ