খাগড়াছড়িতে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। শিশু-বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। কয়েক মাস ধরে দেশে শিশু ও নারী নির্যাতন অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এর আগে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিাছিল বের করলে মূল সড়কে উঠার আগে গণপূর্ত কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের চরম বাকবিতন্ডার পর মিছিলটি সামনের দিকে অগ্রসর হলে আদালত সড়ক এলাকায় আবারও বাধার মুখে পড়ে।
পরে সেখানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও সাংগঠনক সম্পাদক আব্দুর রব রাজা।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোওয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমূখ।