ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রসেনার মানববন্ধন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে,রাঙ্গামাটি জেলার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৮্অক্টোবর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ধর্ষণ ও বলৎকার মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষক ও বলৎকারীদের শাস্তি ফাঁসি চাই, এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করে ছাত্রসেনার নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের কোন দল বা ধর্ম থাকতে পারে না। তাই ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষণকারীদের সবার সামনে শাস্তি দেওয়ার জোর দাবি জানান বক্তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ছাত্রসেনার সভাপতি ইসমাইল হোসেন মুন্না,সহ-সভাপতি মুহাম্মদ আবদুর রহমান, সাবেক সভাপতি মুহাম্মদ তারেক আজিজ, রাঙ্গমাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর শাখার আহবায়ক মোঃ রায়হান উদ্দিন, জেলা যুবসেনার অর্থ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।