[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

৬২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ মোখলেছ মিয়াকে (২৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোঃ আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার তিন বছরের মাথায় আদালত এ রায় ঘোষণা করেন। তদন্ত শেষে পুলিশ চার মাস পর ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের ৯জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আসামি মোখলেছ মিয়া জেলার গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার মনসুর সওদাগরের ছেলে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালে আসামি মোঃ মোখলেছ মিয়ার সাথে বড়পিলাক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার কন্যা মোছাৎ জান্নাত বেগমের বিয়ে হয়। তাদের সংসারে মোঃ জুবায়েদ (১৮ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে ঝগড়া বিবাদ লেগে থাকতো। পরবর্তীতে ২০১৭ সালের ২৩ শে অক্টোবর সকালে যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে বাকতিন্ডার ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে স্ত্রী জান্নাত বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মোখলেছ মিয়া।

এই ঘটনায় একই দিন নিহতের বাবা ফারুক মিয়া বাদি হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার মাস পর ২০১৮সালের ২৪ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোঃ মোখলেছ মিয়া আপিল রায়ের তারিখ থেকে সাত কার্য দিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে জানিয়েছেন আদালত।