[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

৬৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ মোখলেছ মিয়াকে (২৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোঃ আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার তিন বছরের মাথায় আদালত এ রায় ঘোষণা করেন। তদন্ত শেষে পুলিশ চার মাস পর ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের ৯জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আসামি মোখলেছ মিয়া জেলার গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার মনসুর সওদাগরের ছেলে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালে আসামি মোঃ মোখলেছ মিয়ার সাথে বড়পিলাক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার কন্যা মোছাৎ জান্নাত বেগমের বিয়ে হয়। তাদের সংসারে মোঃ জুবায়েদ (১৮ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে ঝগড়া বিবাদ লেগে থাকতো। পরবর্তীতে ২০১৭ সালের ২৩ শে অক্টোবর সকালে যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে বাকতিন্ডার ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে স্ত্রী জান্নাত বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মোখলেছ মিয়া।

এই ঘটনায় একই দিন নিহতের বাবা ফারুক মিয়া বাদি হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার মাস পর ২০১৮সালের ২৪ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোঃ মোখলেছ মিয়া আপিল রায়ের তারিখ থেকে সাত কার্য দিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে জানিয়েছেন আদালত।