রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ অক্টোবর) ভোর রাতে শহরের রিজার্ভবাজারের বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে আরো জানা গেছে, বুধবার ভোর ৪ টায় একটি মুদির দোকান থেকে আগুনে সূত্রপাত হয় । ঐ দোকানে গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারি উপ-পরিচালক রতন কুমার নাথ বলেন,ভোর রাতে যখন অগ্নিকান্ডের খবর পায়,তখনই আমরা ঘটনাস্থলে পৌছায়। পরে তাদের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি জানান।