বান্দরবানের লামায় জমি বিরোধের জের ধরে সংঘর্ষ- আহত তিন
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
জমি বিরোধের জের ধরে লামা উপজেলার ইয়াংছা অংহ্লারী পাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর গুরুতর দুই জনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে এঘটনা ঘটে বলে স্থানীয় ও থানা সুত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, লামা উপজেলার ইয়াংছা অংহ্লারী পাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে কথা কাটাটির এক পর্যায়ে উভয় দলের মধ্যে মারামারি ঘটনায় ছামু মার্মা (৬০), পিতা- অংহ্লারী মার্মা, অংমাচিং মার্মা (৩০) স্বামী- মংছাই মার্ম ও মোঃ শামসুদ্দোহা (২৫) পিতা- মৃত মৌলভী ইফনুছ। আহত সবাই একই গ্রামেরই বাসিন্দা।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা লামা সরকারি হাসপাতালে ভর্তি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বলেন, মোঃ শামসুদ্দোহা ও ছামু মার্মার অবস্থা গুরুতর বিধায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইউপি মেম্বার মোঃ শহীদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল। তারই ঘটনার জের ধরে বুধবার উভয়ের মধ্যে বাকবিন্ডার এক পর্যায়ে সংঘর্ষেও ঘটনা ঘটলে তিনজন আহত হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।